আমি কোলকাতা বদ্বীপের বাসিন্দে। গোলোকের ওম বাড়ার দরুন কোলকাতা বদ্বীপের অবস্থা খুবই খারাপ। তাই সমুদ্রতল থেকে উঁচু মালভূমি এলাকায় চলে যেতে চাইছি। ক্লাইমেট ক্রাইসিস এড়াতে আর বিষহীন খাবার পেতে শুশুনিয়ায় জমি কিনতে গিয়ে নাকানিচোবানি খাচ্ছি দালালের প্রতারণায়। কিন্তু, আই এস আই থেকে অধ্যাপনার চাকরি ছেড়ে বেরোতে গিয়েও বেরোতে পারছি না প্রতারক-জমিদালালদের দৌরাত্ম্যে। এনাদের কি IPC Section 415 এবং 420-র আওতায় নিয়ে আসা যায়?
কি করা যায় বলুন তো? আমি আপনাদের পরামর্শ আর সহায়তাপ্রার্থী– ক্লাইমেট রিফিউজি হওয়ার আগে একটু আশ্রয়প্রার্থী।
নিচে যে দালালের পাল্লায় পড়েছি, তার বিস্তারিত বেত্তান্ত দিলুম।

অনুগ্রহ করে চাঁদরা, শালতোড়া, জেলা- বাঁকুড়া-তে বসবাসকারী শ্রী অলোকেনাথ মণ্ডল (সেল নং 9732547325) সম্পর্কে সচেতন থাকুন৷ এই প্রতারক অন্যায্য মুনাফার জন্য ক্রেতাকে ঠকায়। এই জমির দালাল জনৈক ‘কাজু’-র সঙ্গে ওই এলাকার জমি ক্রয়-বিক্রয়ের সুষ্ঠু কাজে বাধা দিচ্ছে।
Please be aware of Mr. Alokenath Mondal (Cell No. 9732547325), residing at Chandra (Village+P.O), Saltora (P.S.), Dist- Bankura. He is a fraudster who dupes people…
View original post 367 more words