ফ্যাসিস্ট মৌলবাদের বিরুদ্ধে (AGAINST SAFFRON FASCISM)

ফ্যাসিস্ট মৌলবাদের বিরুদ্ধে

AGAINST SAFFRON FASCISM

Some Agit-prop Video Collages on Fundamentalism, Communalism and Its Remedies 

 আখর বন্দ্যোপাধ্যায়

Akhar Bandyopadhyay

ধর্মীয় মৌলবাদ এবং বাজারি মৌলবাদের বিরুদ্ধে গিয়ে তাদের রোখবার তাগিদে সামান্য কিছু প্রয়াস চালিয়েছিলাম। নিচের ভিডিওগুলো তারই নমুনা।
I strove to make an incessant attack upon religious and market fundamentalism) by means of the following video collages:

সবকটা হলুদরঙা শিরোনাম হাইপারলিঙ্কড–হাত দিয়ে বা মাউস দিয়ে ছুঁলেই খুলে যাবে:

Kindly click upon the following hyperlinks (yellow-colored titles):

  1. INDOCTRINATING SAFFRON VIOLENCE

সংঘ পরিবার কিভাবে মগজ ধোলাই করে, তার কিছু নমুনা এখানে আছে। এর থেকে বেরোনোর উপায়ই বা কি? নিম্নবর্গীয় চেতনায় যে ধর্মীয় সংশ্লেষের (syncretic) ধারণা আছে, তাকেই কি প্রমুখিত (foreground) করবো?

Here are some of the instances which show how the Sangh Parivar brainwashes its members. What is the way-out? May we foreground the syncretic attitude that is inherent in subaltern consciousness?

Duration: 15 minutes and 28 seconds

  1. THE END OF HUMANS

কিভাবে বানানো হয় দাঙ্গা? কার স্বার্থে? দাঙ্গা রোখবার নিদানই বা কি? গান্ধীবাবার কথায় কি এবারে একটু কান দিতে হবে?

How is a riot manufactured, and for whose benefit? What is the antidote to these ever-continuing riots? Should we lend our ears to the discursive formation of Gandhi?

Duration: 16 minutes and 15 seconds

  1. SEARCHING FOR SYNCRETISM – I

নানান ধর্মীয় কৌমের আপনা-আপনি গড়ে ওঠা মিলমিশ রাগিণীর সুরে বেজে ওঠে। আলাউদ্দিন খাঁ অথবা বিসমিল্লাহ খাঁ সাহেব সেই রাগিণীর ভাষায় কথা কন। নবাব ওয়াজিদ আলি শাহ কেষ্ট ঠাকুর সেজে কত্থকে তাল মেলান…

In the South Asian region, it is observed that communities are spontaneously participating in discourse reception both as donors and receptors. Ustad Alauddin Khan and Ustad Bismillah Khan belong to the same realm.  Nawab Wajid Ali Shah, during his leisure time, danced in the rhythm of Kathak as he played the role of Lord Krishna.

Duration: 6 minutes and 56 seconds

  1. SEARCHING FOR SYNCRETISM – II

ধ্বংসের স্তুপ থেকে সরে এসে স্থাপত্যেও চলে আসে মিলমিশের আমেজ। সেই আমেজের স্মৃতি নিয়েই রুখতে হয় এক-অন্ত মৌলবাদকে।

Syncretism is also observed in the modern architecture that ridicules the site of vandalism. By keeping in mind that diachronically inherited syncretic ethos, one could resist the absolute fundamentalism.

Duration: 2 minutes and 42 seconds

  1. DE-SIGNING IMAGI-NATION

দেখা যাচ্ছে, ভারতের স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ স্লোগানগুলোর প্রবক্তা কার্যগতিকে ইসলাম-ধর্মানুলম্বী। কিই বা আসে যায় ধর্মীয় পরিচয়ে?

It is observed that the main proponents of the decade-making slogans of the Indian freedom struggle were in fact followers of Islam by birth. What is the use of religious identities in this case?

Duration: 2 minutes and 24 seconds

6. তোমার পরীক্ষা ভগবান! (O God, Thou Art to be Examined!)

“ঈশ্বর”-নামক ফাঁকা শব্দের বিরুদ্ধে ঐতিহ্য-অনুসারী প্রতিক্রিয়ায় নির্মিত কোলাজ।
This is an introduction on the non-existence of an empty term: “God”, following the deep-rooted tradition of Global atheism.

Duration: 17 minutes and 20 seconds.

7.   গুরুভজা বর্ণশব্দ দৈবতত্ত্ব (Messianic Logocentric Divinity)

মসীহা আদেশ করেন, ভক্তরা পালন করে। অবাধ যাচ্ছেতাই ধ্বনি আর বর্ণগুলো তাঁদের ভাষ্যে জ্যান্ত অস্তিত্ব! এই ধরনের অন্ধ ভক্তির নেতিবাচক সমালোচনা এই ছোট ভিডিওতে করা হয়েছে।
Messiah controls “other” through chanting arbitrary signifying system. A negative critique of such rites of attaching divinity to signifiers is projected in this small video.

Duration: 4 minutes 27 seconds.

Leave a comment