মূল, মৌল, মৌলিক আর মৌলবাদ নিয়ে কিছু ফান্ডা

Once in a Blue Moon Academia

দেবপ্রসাদ বন্দ্যোপাধ্যায়

Debaprasad Bandyopadhyay

Indian newspaper The Telegraph headlined “Neros Dine…as Gujrat Model reaches Delhi” after the communal violence in the Indian capital killed dozens (February 2020). Photo: E-paper version of The Telegraph

আমি নানান সময়ে বলে ফেলি যে নাকি আমার নানান বিষয়ে মৌলিক জ্ঞান আছে,আমার অমুক বিষয়ে ফান্ডামেন্টাল নলেজ আছে,ওনার ফান্ডা এ ব্যাপারে দুর্ধর্ষ,অথবা,শুনি উনি নাকি অমুক বিষয়ের মূল ধরে নাড়া দিয়েছেন,মনে করি আমার ঘড়িটাই একমাত্র ঠিকঠাক চলছে,অন্যের ঘড়ি ভুলভাল।
অথচ আমি নাকি মৌলবাদী নই.ফান্ডা থাকলেও ফান্ডামেন্টালিস্ট নই,কেননা আমি তো জ্ঞানের ফাউন্ডেশন ধরে ফেলেছি!আমাদের এই নিজস্ব মৌলবাদ নিয়েই অন্যদের বলি মৌলবাদী।
আমাদের এইসব না-খেয়াল-করা মৌলবাদের বিপ্রতীপে পাড়া যায় নাকিকোনো সহিষ্ণুতার রাজনীতির কথা?
নিরীশ্বর অনেকান্তাবাদের অনুষঙ্গে কয়েকটা অনেকান্ত (ন+এক+অন্ত) লীলেখেলার প্রস্তাব রাখছি ইয়ে যাকে বলে রুলস অফ দি গেম(স):
১. মনোভঙ্গিমা/মনোপ্রতিন্যাসগত লীলেখেলা: আপনার মতামত আমার পছন্দ নয়,কিন্তু তা বলে আপনাকে “বর্জন” নয়,আপনাকে “ত্যাগ” দেওয়া নয়,আপনার মতামতকে একটি বৈধ “সম্ভাবনা” ধরে নিয়ে “স্বীকৃতি” (=লেজিটিমেট পসিবিলিটি) দিয়ে শুধু বলবো, “আমি আপনাকে অস্বীকৃতিগ্রহণ…

View original post 837 more words

Leave a comment